চলে গেলেন ফিফা’র ভাইস প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ৩১ জুলাই ২০১৪

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা’র ভাইস প্রেসিডেন্ট এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান জুলিয়া হার্মাতো গ্রনদোনা (৮২) মারা গেছেন।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে হার্টের জটিলতা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন গ্রনদোনা। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে।

১৯৭৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গ্রনদোনা ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।