অপহরণের পর মুক্ত তেভেজের বাবা


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ৩১ জুলাই ২০১৪

প্রথমে অপহরণ। পরে অর্থের বিনিময় মুক্তি। অপহরণের ক্ষেত্রে এই ঘটনা প্রায় দেখা যায় ৷এমনটা ব্রাজিলে ঘটত কিছু দিন পরপর। টাকার জন্য কোনোও ফুটবল তারকার পরিবারের সদস্যদের অপহরণ করা হত । তারপর দাবি করা হত বড় অঙ্কের মুক্তিপণ। এবার আর্জেন্টিনার তারকা ফুটবলারের তেভেজের বাবা সেগুন্ডোকে অপহরণ করা হল ৷ তারপর টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে তেভেজের বাবাকে ৷  

জানা গেছে, বাবাকে বাঁচানোর জন্য ৪৮ হাজার ৯০০ ডলার মুক্তিপণ দিয়েছেন তেভেজ ৷টুইটারে তেভেজ লিখেছেন, ‘ প্রত্যেককে ধন্যবাদ সহযোগিতার জন্য ৷ প্রথমে বলতে চাই বাবা ভাল আছেন ৷ সুস্থ অবস্থায় তাঁকে  ফিরে পেয়েছি ৷ এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ৷’তেভেজের  আইনজীবী একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘তেভেজের বাবা এখন মুক্ত। ভালো অবস্থাতেই আছেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।