শরীয়তপুরে বন্যার্তদের পাশে জাগোনিউজ
শরীয়তপুর জেলার কেদারপুর ইউনিয়নে দেড় হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে জাগোনিউজ২৪ডটকম। প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ শুরু হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সদস্য এনামুল হক শামীম ও নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক ত্রাণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় কেদারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মো. সানাউল্লাহ, ইউপি সদস্য রফিক কাজী, হাসান মোল্লা, আবদুল মান্নান খান, শাহ আলম, সেলিম মুন্সি, মজিবুর রহমান, ইয়াছ উদ্দিন, নারী মেম্বার আনোয়ারা সাঈদ, স্থানীয় পত্রিকার সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, স্থানীয় সাংবাদিক মো. আলমগীর হোসেন, মফিজুর রহমান রিপন, মো. কবিরুজ্জামান, নুরে আলম জিকু, শিক্ষক লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন জাগো নিউজের জেলা প্রতিনিধি ছগির হোসেন, জাগো নিউজের সহ-সম্পাদক আবদুর রাজ্জাক সরকার, সালাহ উদ্দিন মাহমুদ ও নিজস্ব প্রতিবেদক মানিক মোহাম্মদ।
এদিকে ত্রাণ বিতরণের খবর পেয়ে সকাল ৯টা থেকেই কেদারপুর ইউনিয়ন পরিষদের সামনে ভিড় জমতে থাকে বন্যাদুর্গতদের। ত্রাণ পাওয়ার পর হাসিমুখে ফিরে যান তারা।
এমএম/এমএমজেড/এবিএস