কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সার্জেন্টসহ নিহত ২


প্রকাশিত: ০৪:১৯ এএম, ৩১ জুলাই ২০১৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাতিশা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিাশার বসন্তপুর ব্রিজের সঙ্গে প্রাইভেকারের ধাক্কা লাগলে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- র্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৫০) ও তার মেয়ে নুসরাত তাবাচ্ছুম (৩)। আহতদের মধ্যে নিহত পুলিশ সার্জেন্টের স্ত্রীসহ অন্য দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঈদ শেষে নজরুল ইসলাম বেলাল ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে  (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৮১৪) কর্মস্থল ব্রাক্ষণবাড়িয়ায় ফিরছিলেন।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল ও নুসরাত তাবাচ্ছুমের মৃত্যু হয়। আহত হন তার স্ত্রীসহ আরও দু’জন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।