ধর্ষণের মামলায় বেকসুর খালাস পেলেন রুদ্রনীল


প্রকাশিত: ০৪:১৫ এএম, ৩১ জুলাই ২০১৪

ধর্ষণ ও প্রতারণা মামলায় অভিযুক্ত টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিল পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা অভিযোগ দায়ের করেছিলেন টিভি সিরিয়ালের এক অভিনেত্রী।   

গত ২২ জুলাই এই মামলার শুনানির কথা থাকলেও বিচারকের অনুপস্থিতিতে শুনানির দিন পিছিয়ে যায়। বুধবার আলিপুর আদালত রুদ্রনীলের পক্ষে রায় দিয়ে তাকে বেকসুর খালাস দেন।   

প্রসঙ্গত, ২০০৩ সালে সিরিয়ালের এই অভিনেত্রীকে ধর্ষণ করনে অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনেত্রী ধর্ষণের অভিযোগ দায়ের করতে গেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রুদ্রনীল। সেইমতো তারা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ের নোটিশ দিয়ে আসেন। এক মাস পরে রেজিস্ট্রি ম্যারেজের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, শেষ পর্যন্ত তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন রুদ্রনীল। এরপর ২০০৫-এর ৫ জানুয়ারি তরুণীর আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে রিজেন্ট পার্ক থানায় রুদ্রনীলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের হয়।এতদিন ধরে মামলা চলার পরে শেষমেশ বেকসুর খালাস পেলেন রুদ্রনীল ঘোষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।