দেশ সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে : ইফতেখারুজ্জামান


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৯ জুন ২০১৪

বর্তমানে দেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রোববার সকালে ফরিদপুরে এক মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতা লুটপাটসহ অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। ফলে দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।

ইফতেখারুজ্জামান তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ও বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশে গণতন্ত্রের ধারা ব্যাহত হবে। সে অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিন্তু সংঘবদ্ধ কোনো শক্তি প্রভাব বিস্তার করার ক্ষেত্র খুঁজে পাবে।

টিআইবি সরকারের সহযোগী শক্তি উল্লেখ করে তিনি বলেন, তার পরও সরকার আমাদের তাদের প্রতিপক্ষ মনে করে। কিন্তু আমরা সরকারের প্রতিপক্ষ নই। সরকারের ভেতরের একটি অংশের সমালোচনা শোনার ক্ষমতা কম থাকায় তারা মনে করে, টিআইবি সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আমরা আমাদের অবস্থান বারবার ব্যাখ্যা করেছি। আমাদের টাকার উৎস কোথায় তা সরকার ভালো জানে। কেননা সরকারের মাধ্যমেই এ টাকা দেশে আসে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের সভাপতি মজিবর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সনাকের সাবেক সভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি শিপ্রা গোস্বামী, সনাক সদস্য আবদুল খালেক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।