সংসদ অধিবেশন শুরু
দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৩৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
গতকাল সোমবার দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারে বিভিন্ন সাফল্য তুলে ধরে আগামী কর্মপরিকল্পনার প্রশংসা করেন।
এছাড়া দশম জাতীয় সংসদে পঞ্চম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন।
আরএস