কৃষকের ছেলের মালয়েশিয়া জয়


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৫ আগস্ট ২০১৬

এক কৃষকের ছেলে মালয়েশিয়ার মতো উন্নত দেশকে জয় করতে সমর্থ হয়েছে। মালয়েশিয়ার প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয় “মালায়া ইউনিভার্সিটির” ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিজের নামটি লিখিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো একধাপ এগিয়ে নিতে সমর্থ হয়েছে। তিনি আর কেউ নন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কৃষক আজিজুর রহমানের ছেলে মো. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান জানান, দুই ভাই (মাসুম) ও এক বোনের (সীমা) মধ্যে তিনি সবার ছোট। মালয়েশিয়ার এক নম্বরে থাকা এই বিশ্ববিদ্যালয় এশিয়ায় ২৭তম এবং বিশ্বে ১৪৬।

Mahfuzur

২০০৬ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউএম) বিবিএতে ভর্তি হন মাহফুজুর রহমান। এরপর ২০১০ সালে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ওভারঅল, সেরা ছাত্র একাডেমিক (ফেকাল্টি অব ইকোনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস, আইআইইউএম) এবং সেরা ছাত্র বিবিএ বিভাগসহ তিনটি পুরষ্কার পান মাহফুজুর।

প্রাপ্তি সম্পর্কে তিনি জানান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন তিনি। বিবিএ পড়ার সময় সবগুলো সেমিস্টারে ডিন (ভালো রেজাল্টের জন্য) তালিকাভুক্ত ছিলেন তিনি। তিনি ২০০৭ এবং ২০০৮ সালে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড (উপাচার্যের পুরষ্কার) পান।

বিবিএতে প্রথম বিভাগ থাকায় মাস্টার্স ছাড়াই মালায়া বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে পিএইচডি করার সুযোগ হয় তার। ২০১১ সালের সেপ্টেম্বরে মালায়া বিশ্ববিদ্যালয়ে ব্রাইট স্পার্ক স্কলারশিপ পেয়ে পিএইচডি শুরু করেন মাহফুজ। এরপর ২০১৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিয়েভিয়ারাল ফাইন্যান্স নিয়ে কাজ করছেন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।