রাইট শেয়ার বিওতে পাঠিয়েছে আইসিবি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) রাইট শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে এই শেয়ার পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইসিবি ১:২ হারে রাইট শেয়ার ইস্যু করে। অর্থাৎ বিদ্যমান শেয়ার হোল্ডাররা প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ঘোষণা করে আইসিবি। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের জন্য প্রিমিয়াম দিতে হবে ৪০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকা করে এ শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা।
এর আগে বিএসইসির কোম্পানিটির রাইট ছাড়ার অনুমোদন দেয়। এর প্রেক্ষিতে রাইট শেয়ারের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ৯ সেপ্টেম্বর ’১৪। অর্থাৎ ওইদিন পর্যন্ত যাদের কাছে শেয়ার ছিল তারাই রাইট শেয়ারের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন।
-এসআই/আরএস