স্মার্টগ্লাস আনছে লেনোভো
নিজস্ব স্মার্টগ্লাস উন্নয়নে কাজ করছে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের স্মার্টগ্লাসের মূল নমুনা প্রদর্শন করে। ধারণা করা হচ্ছে, গুগল গ্লাসের সঙ্গে প্রতিযোগিতা করতেই নিজস্ব স্মার্টগ্লাস আনছে লেনোভো। খবর টেকরাডার
সম্প্রতি এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, নতুন এ স্মার্টগ্লাস দেখতে অনেকটা গুগল গ্লাসের মতোই। তবে বাহ্যিকভাবে দেখতে একই রকম হলেও এর ফিচারের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। প্রতিষ্ঠানটির স্মার্টগ্লাসের ব্যাটারি ব্যবহারকারীর কানের পেছনের অংশে সরানো সম্ভব; যা গুগল গ্লাসে সম্ভব নয়। তবে লেনোভোর স্মার্টগ্লাসে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি প্রতিষ্ঠানটির বিবৃতিতে।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পরিধানযোগ্য পণ্যের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে প্রযুক্তি কোম্পানিগুলো এখন অত্যাধুনিক ও আকর্ষণীয় নকশার পরিধানযোগ্য স্মার্ট পণ্য আনতে মনোনিবেশ করছে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় এবার নিজেদের স্মার্টগ্লাসের মূল নকশা প্রদর্শন করেছে লেনোভো। প্রতিষ্ঠানটির এ গ্লাস কবে নাগাদ বাণিজ্যিকভাবে বাজারে উন্মুক্ত করা হতে পারে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি লেনোভো। তবে চীনের বাজারে প্রথম এ গ্লাস পরীক্ষামূলকভাবে বিক্রি করা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, শিগগিরই পরিধানযোগ্য পণ্যের বাজারে, বিশেষ করে গুগল গ্লাসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে আত্মপ্রকাশ করবে লেনোভো।