দুর্বৃত্তদের ধরিয়ে দিলে পুরস্কার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২০ জানুয়ারি ২০১৫

বোমা নিক্ষেপকারী ও  গাড়িতে আগুন দেয়া দুর্বৃত্তদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর প্রতিমন্ত্রী এই পুরস্কারের ঘোষণা দেন।

পুরস্কারের মূল্য কত হবে, তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সম্প্রতি রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে ভাইবার-ট্যাঙ্গোর পর হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসীরা অপরাধ করছে বলে তাদের কাছে খবর রয়েছে। এ কারণে সাময়িকভাবে এসব মাধ্যম বন্ধ রাখা হয়েছে। পরে খুলে দেওয়া হবে।

এদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ১৫তম দিন মঙ্গলবার। অবরোধ ও হরতালে প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল, বোমা, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হচ্ছেন ও প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে অবরোধের পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার ঢাকা ও খুলনায় ৪৮ ঘন্টার হরতাল আহবান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।