সবধরনের ক্রিকেট থেকে ক্যালিসের অবসর
সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার জ্যাক ক্যালিস। যদিও ২০১৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর বিদায় জানিয়ে ছিলেন লম্বা ফরমেটের ক্রিকেটকে। এবার সরে দাঁড়িয়েছেন সব ফরমেট থেকে।
১৯ বছরের লম্বা ক্যারিয়ারে দারুণ ক্রিকেটীয় মুহূর্ত পার করছেন এই অলরাউন্ডার। যা তার স্মৃতিতে তো বটেই, বিশ্ব ক্রিকেটও স্মরণ রাখবে অনন্তকাল।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল তার। এরপর শুধুই এগিয়ে গেছেন, আর তার পিছু পিছু হেঁটেছে রেকর্ড আর সাফল্য। ১৬৬ টেস্ট খেলে ১৩২৮৯ রান করেছেন। ঠিক এক বছর পরই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। সবমিলে ৩২৮ ওয়ানডে খেলে ১১৫৭৯ রান করেছেন ক্যালিস। এ ছাড়া ২৫টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
অবশ্য সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও কলকাতা নাইটরাইডার্স ও সিডনি থান্ডারের হয়ে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তার মতে, সিডনির সঙ্গে এখনো দুই বছরের চুক্তি আছে। চেষ্টা করব কলকাতাকে আবারও শিরোপা জেতাতে।