ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৭:১১ এএম, ২০ জানুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জামাল হোসেন নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাত ১১টায় পাড়িয়া সীমান্তের ৩৮৬ পিলারের ভারতের অভ্যন্তরে দিকে তাকে আটক করে।

জামাল হোসেন নেত্রকোনা জেলার বারজাতীয় গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। ঠাকুরগাঁও বিজিবি ৩০ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় ১৩৯ ব্যাটালিয়নের বারঘটিয়া ক্যাম্পের বিএসএফ টহল দল জামান হোসেনকে ধরে নিয়ে যায়।

আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। জামাল হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।