অঘটন দিয়ে শুরু অস্ট্রেলিয়ান ওপেন


প্রকাশিত: ০৪:৩২ এএম, ২০ জানুয়ারি ২০১৫

অঘটন দিয়ে শুরু হল অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম রাউন্ড থেকেই  বিদায় নিলেন সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ । অবশ্য জয়ের হাসি নিয়ে কোর্ট ছেড়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভা, সিমোনা হালেপের মতো তারকা।

দারুণ আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে এসেছিলেন সাবেক এক নম্বর খেলোয়াড় ইভানোভিচ। পুরনো ঝলক দেখিয়ে প্রথম সেটটাও জিতলেন ৬-১ গেমে। কিন্তু এর পরই ছন্দ হারালেন। তার ছন্দহীন খেলার সুযোগ নিয়ে রাদেকা টানা দুই সেট জিতে নিলেন ৬-৩, ৬-২ গেমে। ম্যাচ শেষে ইভানোভিচ বলেন, ‘আমি ছন্দ খুঁজে ফিরছিলাম, কিন্তু তা পাইনি।’

ইভানোভিচ হারলেও মেয়েদের এককে জয় পেয়েছে হটফেভারিট শারাপোভা।  প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শারাপোভা। ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে সরাসরি ৬-৪, ৬-১ গেমে হারান রুশ এই সুন্দরী।

পুরুষ এককে দ্বিতীয় বাছাই ফেদেরার ৬-৪, ৬-২, ৭-৫ গেমে তাইওয়ানের লু ইয়েন-সানকে, তৃতীয় বাছাই নাদাল ৬-৩, ৬-২, ৬-২ গেমে রাশিয়ার মিখাইল ইউঝনিকে হারান। এছাড়া জয় নিয়ে কোর্ট ছাড়েন অ্যান্ডি মারে, টমাস বার্ডিচ, গ্রিগর দিমিত্রভ, আন্দ্রেই সেপ্পি।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।