ঈদের পরদিনও সড়ক দুর্ঘটনায় নিহত ৯


প্রকাশিত: ১০:০৪ এএম, ৩০ জুলাই ২০১৪

ঈদের পর দিন বুধবারও তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত ও ৪৫জন আহত হয়েছে। সিলেটের সুরমায় একটি বাস খাদে পড়ে চার জন, ঠাকুরগাঁও সদরে বাসের সঙ্গে পিকঅ্যাপের সংঘর্ষে দুইজন এবং সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মারা গেছে। এর আগে মঙ্গলবার ঈদের সকালে নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন মারা যায়।

সিলেট: দক্ষিণ সুরমা থানার ওসি মো. মোরছালিন জানান, নূর আনন্দ পরিবহনের বাসটি ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে বুধবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। ওসি আরও জানান, ‘চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক কিশোরী, এক নারী ও দুই পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ২০ জন।
নিহতরা হলেন-প্রতিভা চক্রবর্তী (৫৫), তার নাতনী অনামিকা চক্রবর্তী (৭), সমুজ মিয়া (৬০) এবং আব্দুল মুকিত (৫৫)। নিহতদের লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার কুমিল্লাহাটি এলাকায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন, অটোরিকশা চালক উজ্জল হোসেন (২২) ও শাহীন হোসেন (২৮)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়ার কয়রা নামক স্থানে ঢাকা-নগনবাড়ি মহাসড়কে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার এসআই আব্দুল মাজেদ জানায়, বুধবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু বন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো দুইজন।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।