৫ মার্চ পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৫ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার সংসদ কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সাড়ে ৪টায় শুরু করা সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেন। শীতকালীন অধিবেশনের পাশাপাশি নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের এটিই প্রথম অধিবেশন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।