মন্ত্রীসভার ৬০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন


প্রকাশিত: ১১:২৭ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

২০১৪ সালে বর্তমান সরকারের মেয়াদে নেওয়া মন্ত্রীসভার ৬০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে সরকার। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রী পরিষদ বিভাগ।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের প্রথম প্রান্তিকে ৫১ দশমিক ৫ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৫৫ দশমিক ৯৩ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ৬০ শতাংশ এবং সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৭১ দশমিক ২৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

প্রথম প্রান্তিকে কেন বাস্তবায়ন কম হয়েছে -এমন প্রশ্নে জবাবে সচিব বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগে। তাই কম থাকে। পর্যায়ক্রমে বাড়ে। তবে বাস্তবায়ন হারে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রীসভা।

তবে মন্ত্রীসভা থেকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি সাক্ষর নিয়ে একটি পর্যবেক্ষক তুলে ধরা হয়েছে।

সচিব বলেন, অনেক চুক্তি ও সমঝোতা চুক্তি সইয়ের জন্য মন্ত্রীসভার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু নানা কারণে সেসব সই হয়নি। এসব ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে।

এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।