নেপালে বাংলাদেশ বিমানের চাকায় আগুন


প্রকাশিত: ০৪:২০ এএম, ৩০ জুলাই ২০১৪

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সোমবার বাংলাদেশ বিমানের পেছনের একটি চাকায় আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের এ-৩১০ ফ্লাইটটিতে থাকা ২০২ জন যাত্রী ও ১১ ক্রু নিরাপদে বিমানটি থেকে নামতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের মুখপাত্র বীরেন্দ্র শেরেস্তা। 

অবতরণের সময় বিমানটি ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিমানটির পেছনের চাকা থেকে ধোঁয়া দেখা যায় বলে জানিয়েছেন বীরেন্দ্র। ওই ঘটনায় ৯ মিনিটের জন্য কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।  প্রাথমিকভাবে বিমানের চাকায় আগুন ধরার কারণ জানা যায়নি। সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।