গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত


প্রকাশিত: ০৬:৪১ এএম, ১২ আগস্ট ২০১৬

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় আরেক মাস্টারমাইন্ডকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম মারজান।

শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, গুলশানে হামলার পর সেখান থেকে জঙ্গিরা মারজানের কাছে ছবি ও তথ্য পাঠিয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি ঢাকাতেই রয়েছেন। তার একটি ছবি পাওয়া গেছে, সেই ছবি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরী ও সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিল পুলিশ। তাদের প্রত্যেককে ধরিয়ে দিতে ২০ লাখ টাকার পুরষ্কারও ঘোষণা করেছে পুলিশ।

প্রসঙ্গত, হলি আর্টিজানে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে ৬ জঙ্গি নিহত হয়।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।