শিগগিরই চালু হচ্ছে আরও ছয়টি বর্ডার হাট


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১১ আগস্ট ২০১৬

বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বাড়াতে আরও ছয়টি বর্ডার হাট বা সীমান্ত বাজার চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের সমসাময়িক পরিস্থিতিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এ ঐক্য বাড়াতে আরও ছয়টি বর্ডার হাট বসানোর পদক্ষেপ নিচ্ছে ভারত।

বাংলাদেশের উদ্যোক্তারা যেন ভারতে আরও বেশি বিনিয়োগ করতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি অহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ২২ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট স্থাপনের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। ওই চুক্তির আলোকে ২০১১ সালের ১৮ জুলাই কুড়িগ্রাম সীমান্তে বালিয়ামারিতে প্রথম বর্ডার হাট স্থাপন করা হয়।

এমইউএইচ/এসআই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।