সোহাগের শোকে পাগল দৃষ্টি প্রতিবন্ধী মা
বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় নিহত ট্রাক হেলপার সোহাগ বিশ্বাসের ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম।
স্বামীহারা দৃষ্টি প্রতিবন্ধী (দুচোখ অন্ধ) সোহাগের মা সেলিনা বেগম তার একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি একমাত্র সন্তানের হত্যাকারীদের শাস্তি দাবি করছেন।
বরিশাল থেকে রোববার বিকেল সাড়ে ৫টার সময় সোহাগ বিশ্বাসের লাশ জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামে পৌঁছালে এলাকাবাসী তার হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের শংকরপাশা বাজারের সামনে ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এরপর সন্ধ্যা ৬টায় সোহাগের লাশ তার বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এদিকে সোহাগের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ রিপন শেখ বলেন, শনিবার বিকেলে ট্রাকে করে ফরিদপুর থেকে কাঁচামাল নিয়ে বরিশাল থেকে ফেরার পথে পথিমধ্যে শনিবার ভোররাতে উপজেলার বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকটিতে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, এই ঘটনায় ট্রাকের হেলপার ঘটনাস্থলে পুড়ে মারা যায়।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রসিদ লাশ দাফনের জন্য নিহত সোহাগের নানা দলিল উদ্দিনকে ১০ হাজা টাকা এবং আহত রিপনের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, রোববার বরিশাল জেলার উজিরপুরের ঢাকা-খুলনা মহাসড়কের বামরাইল ও শানুহারের মাঝামাঝি এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে বোমায় ঝলসে সোহাগের মৃত্যু হয়। সকাল ৭ টায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এমএএস