মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে হবে : সুলতানা কামাল
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে।
বুধবার দুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ‘ভূমি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠির অধিকারের সুরক্ষা’শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেশের সমাজ ব্যবস্থা যদি গণমুখী ও অসাম্প্রদায়িক হতো তাহলে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতো না। রাষ্ট্রের সর্বত্র অসাম্প্রদায়িক চেতনা নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস ‘জঙ্গিবাদ, বহুত্ববাদ ও ভূমি সন্ত্রাস’ শীর্ষক মূল প্রবন্ধে জঙ্গিবাদ রোধে করণীয় সম্পর্কে বেশকিছু সুপারিশ তুলে ধরেন।
সুপারিশে তিনি বলেন, দেশে সাংস্কৃতিক গণজাগরণ তৈরী করতে হবে। জেলা-উপজেলায় শিল্পকলা ও শিশু একাডেমীর কার্যক্রমকে জোরদার করতে হবে।
বাংলাদেশ‘আদিবাসী ফোরামের’সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ‘আদিবাসীদের ভূমি অধিকার ও মানবাধিকার’ শীর্ষক প্রবন্ধে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্বীকৃতি দিয়ে তাদের আত্ম-নিয়ন্ত্রণ অধিকারসহ ভূমি ও সম্পদের উপর অধিকার নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্রগ্রাম ভূমি কমিশন কার্যকর করতে হবে।
এইচএস/এএইচ/এবিএস