গাযায় ক্ষেপণাস্ত্র হামলায় আটজন শিশু নিহত
গাযায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শহরের একটি খেলার মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত: আটজন শিশু নিহত হয়েছে। সরায়েলি জঙ্গীবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এই হামলার কথা অস্বীকার করে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ফিলিস্তিনি, এবং সেটা গাযা থেকে নিক্ষেপের সময় বিস্ফোরিত হয়।
প্রায় একই সময় আরেকটি ক্ষেপণাস্ত্র গাযার প্রধান হাসপাতাল শিফার প্রাঙ্গণে একটি দালানে আঘাত হানে। ইসরায়েলিরা বলছে, শিফার ক্ষেপনাস্ত্রটিও ফিলিস্তিনি রকেট, যেটা গাযা থেকে ইসরায়েলে নিক্ষেপের চেষ্টার সময় ভুলক্রমে হাসপাতালে গিয়ে পরে। গাযার কাছে ইসরায়েলেরে এশকল অঞ্চলে এক মর্টার হামলায় তিনজন ইসরায়েলি নিহত হয়েছে।
তবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের প্রথম দিনের শুরুটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল।