৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ০৯:২১ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

ভারতে সাজা ভোগের পর চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশি চার কিশোর। রোববার বেলা ১১টায় বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

দেশে ফিরে আসা চার কিশোর হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারিনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল কাদের (১৫), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোনারুল (১৪), তানোর উপজেলার গামুন্দা অধীর রাম দাসের ছেলে রিপন রাম দাস (১৮) এবং নওগাঁর সাপাহার উপজেলার পার-হাপানিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জুয়েল (১৮)।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে তাদেরকে সেফ হোমে থেকে প্রায় দেড় বছর সাজা ভোগ করতে হয়।  

অবশেষে তাদেরকে রোববার দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

এসময় দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, ইমিগ্রেশন কর্মকর্তা শেখ মাহাবুব হাসান এবং বিএসএফ`র গেদে কোম্পানি কমান্ডার আর কে বুরা ও ইমিগ্রেশন দীপেন দাস উপস্থিত থেকে কিশোরদের হস্তান্তর করেন।

পরে দামুড়হুদা থানায় সোপর্দ করা হলে ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তারা তাদেরকে ঢাকাস্থ কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।