বেসরকারিভাবে সৌদি পৌঁছেছেন ১২ হাজারেরও বেশি হজযাত্রী


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৯ আগস্ট ২০১৬

বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

হজ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর লক্ষাধিক হজযাত্রী পরিবহন কার্যক্রম গত ৪ আগস্ট শুরু হয়। প্রথম দু’য়েকদিন সরকারি ব্যবস্থাপনায় হজ ফ্লাইটের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও ৭ আগস্ট (সোমবার) থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পরিবহন কার্যক্রম গতিশীল হয়।

ওই দিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ার লাইন্সের মোট ১৪টি ফ্লাইটে প্রায় সাড়ে ৪ হাজার বেসরকারি হজযাত্রী সৌদি আরব পৌঁছায়।

গত ৭ আগস্ট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৮৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১২ হাজার ৩শ’ ১৮ জনসহ সর্বমোট হজযাত্রীর সংখ্যা ছিল ১৪ হাজার ৪শ’ ৫ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি ও সৌদি এয়ারলাইন্সের ২১টিসহ মোট ৪১টি ফ্লাইটে যাত্রীরা সেখানে যান।

এদিকে প্রতিদিনের মতো সোমবার রাত ১০টায় হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে পবিত্র মক্কা আল-মুকাররমায় নিয়োজিত হজ প্রশাসনিক দলের সদস্য ও অন্যান্য দলের দলনেতাদের সমন্বয়ের তৃতীয় সভা অুনষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রশাসনিক দলের উপ-দলনেতা মো. শহিদুজ্জামান। সভায় প্রশাসনিক দলের সদস্যদের উপর অর্পিত দায়িত্ব এবং বাড়ি পরিদর্শনের উপর পর্যালোচনা করা হয়।

এর আগে সোমবার বিকেলে সরকারি ব্যবস্থাপনার দ্বিতীয় এবং তৃতীয় ফ্লাইটের সকল হজযাত্রী মক্কা হতে মদিনা যান। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক দলের কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান। সহকারী মৌসুমী হজ অফিসার (মক্কা) বিষয়টি তদারকি করেন।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।