বিদ্যুৎ খাতে বৈদেশিক ঋণ নয় : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৯ আগস্ট ২০১৬
ফাইল ছবি

বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ খাতে বৈদেশিক ঋণ নেয়ার চেয়ে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। যারা বিনিয়োগ করবেন তাদের জন্য জমি, রাস্তাসহ অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান।

সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌর ও বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প অনুমোদনকালে বিদ্যুৎ খাত নিয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, যেহেতু বিদ্যুৎ প্রকল্প লাভজনক হয়, তাই বৈদেশিক ঋণ নিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার জন্য আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বন্যা-পরবর্তী প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, প্রধামনন্ত্রী বলেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়কে লক্ষ রাখতে হবে, বন্যার পানি নেমে যাওয়ার সময় অনেক বাঁধ ভেঙে যাবে। এ সময় ভাঙন নিয়ে সতর্ক থাকতে হবে।

এমএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।