সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার খুশির ঈদ
সন্ধ্যায় শাওয়ালের একফালি সরু চাঁদ দেখা গেলে মঙ্গলবার ধরা দেবে খুশির ঈদ। তবে চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে বুধবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
১৪৩৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারনের সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বর এবং ৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ইতোমধ্যে সেখানে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ জুলাই সোমবার থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। তবে সোমবার চাঁদ না উঠলে একদিন বেড়ে এ ছুটি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার মাদারীপুরে ৫০টি, চাঁদপুরের ৫০টি এবং শরীয়তপুরের ৩০টির বেশি গ্রামে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।
ঈদ উদযাপনে নতুন পোশাক কেনাকাটায় এখনো সরগরম রাজধানীসহ দেশের মার্কেটগুলো। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রেল, সড়ক, ও নৌপথে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ।