চাঁপাইনবাবগঞ্জে ৩৫ কেজি গানপাউডার উদ্ধার


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

জেলার জহুরপুরটেক সীমান্ত ও বারঘরিয়া এলাকা থেকে ৩৪ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব। শুক্রবার ও শনিবার পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব গানপাউডার উদ্ধার করা হয়। শনিবার বিকালে বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১৯/৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। সেখান থেকে পাঁচটি ব্যাগে থাকা গানপাউডার উদ্ধার করা হয়। এসব গানপাউডার জামায়াত-বিএনপির কর্মীরা নাশকতার জন্য ককটেল বা বোমা তৈরি এবং গাড়ি পোড়ানোর কাজে ব্যবহারের জন্য এনেছে বলে বিজিবির ধারনা।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে এর আগে বিভিন্ন সময় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করলেও এতো বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধারের ঘটনা এই প্রথম।

এদিকে, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠ বারঘরিয়া এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম গানপাউডারসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- রেহাইচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ইমরান আলী, লক্ষ্মীপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে মাসুম মিয়া ও শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত তুকুদ্দিন মিয়ার ছেলে শামসুল হক।

র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠ বারঘরিয়া এলাকা থেকে দুপুর দেড়টার দিকে ১ কেজি ৫০ গ্রাম গানপাউডারসহ তাদের আটক করা হয়। তিনি বলেন, এসব গানপাউডার নাশকতামূলক কাজে ব্যবহার করা হত বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।