বন্যার্তদের সহযোগিতায় জাগো নিউজের সঙ্গী প্রাণ-আরএফএল গ্রুপ


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৮ আগস্ট ২০১৬

ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার ব্যাপক অঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি অবস্থায় অসহায় জীবনযাপন করছে মানুষ। উঁচু বাঁধ ও পাকা রাস্তায় বসবাসকারী হাজার হাজার পরিবার বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে দিন পার করছে।

বানভাসি এসব মানুষের চরম সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়াচ্ছে। এবার বন্যাদুর্গত এসব মানুষের পাশে দাঁড়াচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। জাগো নিউজের এই ত্রাণসহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ এসব বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে। বন্যার্তদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপ প্রায় ৫০ লাখ টাকার ত্রাণ সামগ্রী দেবে। এর মধ্যে রয়েছে- চিড়া, মুড়ি, বিস্কিট, টেস্টি স্যালাইন ও মিল্ক। ভবিষ্যতেও আমাদের ত্রাণসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৯ আগস্ট) জামালপুর থেকে শুরু হবে জাগো নিউজের সাত দিনব্যাপী ত্রাণসহায়তা কার্যক্রম। জামালপুর ছাড়াও চলতি সপ্তাহে কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, রাজবাড়ি, ফরিদপুর, মানিকগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেবেন জাগো নিউজের সদস্যরা।

উল্লেখ্য, মধ্য জুলাই থেকে বন্যায় দেশের ১৬ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যাতে এ পর্যন্ত ২১ জনের প্রাণহানি ঘটেছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, বন্যায় অন্তত ৪২ জন মারা গেছে।

ফেসবুক ইভেন্ট লিংক

এআরএস/এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।