সকল পোস্ট অফিসকে ই-শপের সঙ্গে যুক্ত করার সুপারিশ


প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৭ আগস্ট ২০১৬

সরকারি উদ্যোগে দেশের ৬৪ জেলায় চালু করা অত্যাধুনিক বাণ্যিজিক সেবা বা ইলেক্ট্রনিক মার্কেটিং ‘ই-শপ’গুলোর সঙ্গে দেশের সকল পোস্ট অফিসকে যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ডাক বিভাগের কেন্দ্রীয় ব্যান্ড ইউথসহ সকল পোস্ট অফিসে ব্যান্ডইউথ সহজলভ্য করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

রোববার সংসদ  ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে পোস্ট অফিসগুলোকে দেশের আধুনিক তথ্য প্রযুক্তির সেন্টারে পরিণত করার লক্ষে ডাক বিভাগের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি ইমরান আহমদ। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ, হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশ নেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।