আজও বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সাথে দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উষ্ণতার চাদর মুড়িয়ে যখন ঘুমে ব্যস্ত নগরবাসী, তখনই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। শীতের রাতে হঠাৎ বৃষ্টির অম্ল-মধুর অভিজ্ঞতায় পড়েছিল রাজধানীবাসী। শুধু বৃষ্টি নয়, রীতিমতো শিলাবৃষ্টি, সাথে ছিল মেঘের গর্জন।
আরএস