টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকায় নাফ নদী থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেডকোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মহসিন রেজা জানান, শুক্রবার গভীর রাতে ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলকে দেখে নৌকা থেকে গুলি চালায়। পরে বিজিবি সদস্যরাও পাল্টা দুই রাউন্ড গুলি চালালে নাফ নদীতে কিছু প্যাকেট ছুঁড়ে ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সেখানে প্রাপ্ত প্যাকেট থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিক চাঁপাইনবাবগঞ্জ জেলার জহুরপুর সীমান্ত থেকে পৌনে ১৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকাল ৮টায় এসব গান পাউডার উদ্ধার করা হয়।

এসব গান পাউডার সন্ত্রাসীরা বোমা বা ককটেল তৈরির জন্য এনেছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার দুপুরেও একই সীমান্ত থেকে ১৭ কেজি গান পাউডার উদ্ধার করে বিজিবি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।