বেনাপোলে দুই বাংলাদেশিকে বিএসএফ’র গুলি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

যশোরের বেনাপোলে আলমগীর হোসেন ও ফারুক হোসেন নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোররাতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় আলমগীরকে এবং শুক্রবার রাত ৮টার দিকে ইছামতি নদী এলাকায় ফারুককে গুলি করে বিএসএফ।

বিএসএফ মহাপরিচালক বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফিরে যেতে না যেতেই এ ঘটনা ঘটলো। খুলনা ২৩ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আব্দুর রহিম বিষিয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আলমগীর বেনাপোলের কাগজপুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফারুক বেনাপোল বন্দর থানার উত্তর পুটখালী গ্রামের আলী আহমেদের ছেলে। প্রথমে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানে চলে গিয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।

আহত আলমগীর জানান, ভোররাতে তারা তিনজন গরু আনতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় যান। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে একটি গুলি তার গায়ে এসে বিদ্ধ হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।