দৌলতদিয়ায় দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ১
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের কাছে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবদুল হামিদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই লঞ্চ এমভি রুনা দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বিপরীত দিকে দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নামিয়ে দিয়ে এমভি পর্বত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ রুনা দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটের কাছে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা লঞ্চ পর্বতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে লঞ্চ রুনার রেলিং ভেঙে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এঁদের মধ্যে আবদুল হামিদ নামের যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।