স্বাস্থ্যসেবায় বৃত্তবানদের এগিয়ে আসতে হবে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৬ জানুয়ারি ২০১৫
ফাইল ফটো

জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার মিরপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর মালেক চৌধুরী একাডেমিক ভবনে বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত ‘দূরশিক্ষণ প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বেসরকারি উদ্যোগে অনেক গার্মেন্টস ও শিল্পকারখানা গড়ে ওঠেছে। তাই এই সকল উদ্যোক্তাদের আহবান জানাবো, আপনারা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এগিয়ে আসুন। আপনারা নতুন নতুন হাসপাতাল তৈরি করুন অসুবিধা নেই।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, স্বাস্থ্য খাত নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। এই খাতে সবার সহযোগিতা করা উচিত। আমরা যারা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। তাই স্বাস্থ্য খাত হচ্ছে জনগণকে সেবা করার সবচেয়ে বড় খাত। তাই আমি আশা করবো এ বিষয়ে সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবে।

মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল শিক্ষার মান ঠিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা রয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি কখনোই মেডিকেল শিক্ষার মান নিয়ে আপোষ করবো না।

সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক হাজেরা মাহতাবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেনমার্কেও স্টেনো ডায়াবেটিস সেন্টার এএস এর চিফ ফিজিশিয়ান ড. উলা বিজেরি ক্রিস্টেনসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন প্রমুখ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।