ঝালকাঠী কারাগার থেকে কয়েদীর পলায়ন


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

ঝালকাঠী জেলা কারাগার থেকে মনির হাসান নামের এক সাজাপ্রাপ্ত কয়েদী পালিয়ে গেছে। শুক্রবার সকালে কয়েদীদের হিসাব করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন ঝালকাঠী পুলিশ সুপার মদিজ আলী।

কারা কতৃপক্ষ জানিয়েছে, মনির একটি চুরির মামলায় তিন বছরের সাজা খাটছিলেন। তিনি নলছিটি উপজেলার ফুলহার গ্রামের প্রয়াত জয়নুদ্দীন হাওলাদারে ছেলে।

জেল সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বুলবুল জানান, একটি মোবাইল ফোন সেট চুরির মামলায় ২০১৪ সালে তিন বছরের সাজা পেয়ে কারাগারে ছিলেন মনির। তবে কারাগার থেকে ঠিক কীভাবে ওই কয়েদী পালিয়েছে তা বলতে পারেননি তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী জানান, ভোর ৬টার দিকে কারাগারের ছাদে উঠে পাশের দেয়াল দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক কারারক্ষী বিষয়টি দেখতে পান। তিনি সবাইকে বিষয়টি জানালে কারারক্ষীরা আসার আগেই ওই কয়েদী পালিয়ে যায়।

জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন জানান, এ ঘঠনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।