ঢাকা আসছেন কবির সুমন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢাকায় আসছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। মমতার আসন্ন বাংলাদেশ সফরে সরকারি প্রতিনিধি দলে যোগ দেবেন সুমন। অবশ্য শিল্পী নিজে দাবি করেছেন, এ বিষয়ে এখনো কেউ তাকে কিছু জানাননি। শুক্রবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তৃণমূল সূত্রের খবর, বিভিন্ন সভা-অনুষ্ঠান বা সোশ্যাল মিডিয়ায় সুমনের অবস্থান মনে ধরেছে মমতার। ‘সাম্প্রদায়িক শক্তি’র বিরুদ্ধে লড়াইয়ে সুমনের বক্তব্য হাতিয়ার হতে পারে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশে সুমনের গানের জনপ্রিয়তাও মাথায় রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ বা একুশে ফেব্রুয়ারি, শাহবাগের গণজাগরণ নিয়ে সুমনের বেশ কিছু গান রয়েছে। এসব দিক মাথায় রেখেই ভাষা দিবসের প্রাক্কালে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সফরে সুমনকে সঙ্গে নিয়ে আসার কথা ভেবেছেন মমতা।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তিনি।