ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ মুসল্লির মৃত্যু


প্রকাশিত: ০৬:০০ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে শুক্রবার। এতে যোগ দিতে এসে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মোট চার মুসল্লি ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইন্তেকাল করেন পটুয়াখালীর মো. বিল্লাল হোসেন (৩০)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। প্রায় একই সময় ইন্তেকাল করেন অজ্ঞাতপরিচয় আরেক মুসল্লি। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর থানার আব্দুর রহমান (৬৫) ইন্তেকাল করেন। এর আগে বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর সদরের দীঘলিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুস (৬০) ইন্তেকাল করেন।

এ নিয়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগত চার মুসল্লি ইন্তেকাল করলেন। সব লাশ ইজতেমা কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত আদম আলীর তত্ত্বাবধানে ইজতেমা ময়দানে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।