রাজধানীর চারপাশে নৌ চলাচলের উপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর
রাজধানীর যানজট কমাতে চারপাশের নদ-নদীগুলোকে দূষণমুক্ত ও নাব্যতা ফিরিয়ে নৌ চলাচলের উপযোগী করে রাজধানীতে রিং-রোড তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত নদ-নদীর নাব্যতা রক্ষা সম্পর্কিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রীসভার বৈঠকে আবারো কাজ শুরু তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রাজধানীতে একটি রিং-রোড তৈরি করা হোক, যাতে নদী পথে যাতায়াত করা যেতে পারে। এর মাধ্যমে মানুষের বিনোদনের ব্যবস্থাও করা যাতে পারে, সেই ধরনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। তাই নদীর প্রাণ কিভাবে ফিরিয়ে আনা যায় সেটাই এখন চিন্তার বিষয়।’
রাজধানীর যানজট কমাতে ও পরিবেশ রক্ষায় নদীপথ উন্মুক্ত ও দূষণমুক্ত করার বিকল্প নেই— উল্লেখ করে তিনি আরো বলেন, ‘রাজধানীতে অনেক খাল ও অনেক পুকুর ছিল, বিভিন্ন কারণে সেগুলো ভরাট হয়ে গেছে। ভবিষ্যতে আর যেনো এ ধরনের কাজ না হয় কারণ দেশের পরিবেশ রক্ষা করতে গেলে আমাদের বিশেষ করে জলাধারগুলো রক্ষা করা প্রয়োজন।’
উল্লেখ্য, রাজধানীর চারপাশের নদ-নদীগুলোর নাব্যতা ও দূষণমুক্ত করতে ২০০৯ সাল থেকে কাজ শুরু করে সরকার। ওই বছরের ১১ জানুয়ারি ঘটা করে বুড়িগঙ্গার তলদেশ থেকে বর্জ্য অপসারণ শুরু করে। একইসঙ্গে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু নদের দুইপাড়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
তবে নদীর সীমানা নির্ধারনে আইনী জটিলতায় সেসব কাজ রয়েছে সেগুলো বন্ধ রয়েছে।