পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ ১২টি পদে রদবদলের কথা বলা হয়েছে।  এর দুই সপ্তাহ আগেই পুলিশ প্রধান, র্যাব প্রধান ও ডিএমপি প্রধানের দায়িত্ব নেন নতুন কর্মকর্তারা।

জানা গেছে, সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন। তিনি এতদিন এপিবিএনে ছিলেন। সিআইডিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।

অবরোধ-হরতালের মধ্যে নাশকতার শিকার রেলওয়ের ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে। সম্প্রতি জাতিংঘ মিশন থেকে তিনি দেশে ফিরেছেন। ঢাকার হাইওয়ে পুলিশের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে রেঞ্জে থাকা ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

ঢাকা হাইওয়ে পুলিশে থাকা এস এম কামাল হোসেনকে সিআইডিতে পাঠানো হয়েছে। হরতাল-অবরোধে তুলনামূলক বেশি অস্থিতিশীল রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে এসবিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।