কমছে এবোলার প্রকোপ


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

আফ্রিকায় ব্যাপকভাবে কমতে শুরু করেছে মরণব্যাধি এবোলার প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ি,  বিগত সপ্তাহে লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে এবোলায় আক্রান্ত হওয়া ও মৃত্যু সংক্রান্ত তথ্য সবচেয়ে কম পাওয়া গেছে। এর মধ্যে সিয়েরা লিওন ও গিনির রাষ্ট্রীয় পর্যবেক্ষকরাও দুই দেশে ২০১৪ এর অগাস্টের পর থেকে সবচেয়ে কম আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। অপর দেশ লাইবেরিয়া বিগত দুই সপ্তাহে এবোলায় আক্রান্ত ও মৃত্যুসংক্রান্ত কোন তথ্য পায়নি বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট দফতরসমূহের তথ্য অনুযায়ী এবোলায় এ যাবত আক্রান্ত রোগীর সংখ্যা ২১,২৯৬ জন, মৃত্যুবরণ করেছেন ৮,৪২৯ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র উইনি রোমারিল বার্তাসংস্থা এপিকে জানান, এই তিন দেশ থেকে শিগগিরই এবোলা নির্মূলের ব্যাপারে দারুণ আশাবাদী তার প্রতিষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।