কঠিন পরীক্ষার সামনে রিয়াল


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদের  জিততে হবে বড় ব্যবধানে। এর আগে প্রথম লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যায় তারা।

শেষ আটে ওঠার লড়াইয়ে আজ ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল। প্রথম পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নামলেও এবার পুরো শক্তির দল নিয়েই মাঠে নামবে রিয়াল।

স্প্যানিশ কাপের শেষ আটে উঠার লড়াইয়ে বড় জয়ের বিকল্প দেখছে না রিয়াল কোচ। দলকে বড় জয় এনে দিতে সদ্যই ফিফা-ব্যালন ডি`অর জয়ী রোনালদো শুরুর একাদশে থাকবে বলেও জানিয়েছে রিয়ালের এই কোচ।

এর আগে শনিবার  লা লিগায় এসপানিওলকে ৩-০ গোলে হারিয়ে পুরো দলই আছে ফুরফুরে মেজাজে। তবে শেষ আটে উঠতে লা-লিগা চ্যাম্পিয়নদের সামনে যে কঠিন পরীক্ষাই দিতে হবে রিয়ালকে তা খুব সহজেই বুঝা যায়।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।