টেক্সাসে প্রিজন ভ্যান-ট্রেন সংঘর্ষে নিহত ১০


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কারাবন্দিদের বহনকারী একটি প্রিজন ভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, বাসটি টেক্সাসের অ্যাবিলেনি কারাগার থেকে বন্দিদের নিয়ে এলপাসোর অারেকটি কারাগারে যাচ্ছিল। রাস্তায় অতিরিক্ত তুষারের কারণে প্রিজন ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় অপরপাশ থেকে আসা একটি মালবাহী ট্রেন সেটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

টেক্সাস ক্রিমিনাল জাস্টিস বিভাগ থেকে জানানো হয়েছে, বাসটিতে ১২ জন বন্দি ও তিনজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় আট বন্দি ও দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

স্থানীয় হাসাপাতাল সূত্র জানায়, আহত পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসের ধাক্কায় ট্রেনের কোনো যাত্রী আঘাত পাননি।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।