ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা


প্রকাশিত: ০৫:২০ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটসহ একাধিক অনলাইন ইনস্ট্যান্ট মেসেজিং সেবা নিষিদ্ধ হতে যাচ্ছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সন্ত্রাসীদের যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে, এমন চ্যাটিং অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানোর পর এ আশঙ্কা তৈরি হয়েছে। ফরাসি বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে সতর্কতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নজরদারি করতে এমন ব্যবস্থা নেয়া হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ফ্রান্সে হামলার পর সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে ক্যামেরন জানিয়েছেন, রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে সন্ত্রাসীদের যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে, এমন কোনো মাধ্যম চলতে দেয়া হবে না। প্যারিসে হামলার পর যুক্তরাজ্য নতুন আইন প্রণয়নের কথা চিন্তা করছে, যেন আপাতত গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করা যায়, এমন মাধ্যমগুলোর ওপরও নজরদারি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, অ্যাপলের আইচ্যাট, স্ন্যাপচ্যাটের মতো অনলাইন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতা অন্যান্য অ্যাপ্লিকেশনে ডাটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এ কারণে ব্যবহারকারীরা ঠিক কোন ধরনের তথ্য আদান-প্রদান করছেন, তা নজরদারি করা সম্ভব হয় না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাদের যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে শিগগিরই যুক্তরাজ্যে নতুন আইন প্রণয়ন করা হতে পারে। তবে নিশ্চিত করে বলা হয়নি ঠিক কবে নাগাদ ওই সেবাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সাম্প্রতিক সময় অনলাইনকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে উল্লেখযোগ্য হারে।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়েও এ ধরনের কর্মকাণ্ড রোধ করা যাচ্ছে না। এক্ষেত্রে কোনো সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কতটা যৌক্তিক, সে বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।