টিকাটুলিতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তিনজনকে আটক করা হয় বলে জানা গেছে। বুধবার বিকেল ৪টায় র‌্যাব-১০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।

র‌্যাব হেড কোয়াটারের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর উপ-পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইট লেফটেন্যান্ট মো. কাউসার হোসেনের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, মো. নাছির হোসেন, ইমন ও মো. ইসরাফিল।

তিনি জাগোনিউজকে আরও বলেন, টিকাটুলির ভববতী ব্যানার্জি লেনের শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের পাশের গলিতে ৯/২/এ এর ৫ তলা ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালানো হয়।

এব্যাপারে যোগাযোগ করা হলে ফ্লাইট লেফটেন্যান্ট মো.কাউসার হোসেন জাগোনিউজকে বলেন, দীর্ঘদিন থেকে একটি সিন্ডিকেট টিকাটুলি এলাকায় অবস্থান নিয়ে গোপনে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। সম্প্রতি গোয়েন্দা তৎপরতায় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের তিন সদস্যকে  আটক করতে সমর্থ হই্। অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ  করা হবে।

-জেইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।