নাশকতা ধরপাকড়ে আসকের উদ্বেগ


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধ কর্মসূচি এবং হামলা ও ধরপাকড়ে জনজীবনে দুর্ভোগ নেমে আসায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। সর্বশেষ রংপুরে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে পুড়িয়ে শিশুসহ চারজনকে হত্যা করা হয়েছে। চোরাগোপ্তা হামলার কারণে জনমনে ভীতি ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিরোধী দলকে সমাবেশ করতে না দেওয়া, বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড়, সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপের মাধ্যমে মানুষের অধিকার অগণতান্ত্রিকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এ অবস্থার অবসান চাই। বিবৃতিতে সবার গণতান্ত্রিক অধিকার রক্ষা করা এবং বিরোধী দলকে সভা-সমাবেশ ও মতপ্রকাশে বাধা দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিরোধী দলগুলোকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।