‘ব্রি ধান-৬৪’ চাষের আহবান কৃষি বিশেষজ্ঞদের


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

মানব দেহের চাহিদা পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জিঙ্ক সমৃদ্ধ ‘ব্রি ধান ৬৪’ চাষের জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। সম্প্রতি রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষকদের জন্য আয়োজিত দিনব্যাপি প্রশিক্ষণে তারা এ কথা বলেন।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন কৃষক অংশগ্রহন করেন। প্রশিক্ষণকালে জানানো হয়, প্রতি কিলোগ্রাম ‘ব্রি ধান ৬৪’ তে ১৯ মিলিগ্রাম জিঙ্ক ও নয় শতাংশ আমিষ রয়েছে। অন্যদিকে, অধিক ফলনশীল ও স্বল্প সময়ে চাষযোগ্য এই ধান রোপণের একশ’ দিন পরেই ফসল তোলা যায় এবং প্রতি হেক্টর জমিতে সাড়ে চার থেকে ছয় টন ধান উৎপাদন সম্ভব।

‘রিসোর্স পারসন’ হিসেবে এ প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মীর আবদুর রাজ্জাক, প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম। -বাসস

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।