সকাল থেকে ১ হাজার ৩৯০ বন্দী স্থানান্তর


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৯ জুলাই ২০১৬

শুক্রবার ভোর থেকে কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারে বন্দী স্থানান্তর শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৯ টা পর্যন্ত মোট ১ হাজার ৩৯০ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। কারা গোয়েন্দা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। স্থানান্তর প্রক্রিয়া চলবে সুর্যাস্ত পর্যন্ত।
 
কারা সূত্র জানায়, সকাল থেকে মোট ১ হাজার ৩৯০ আসামিকে স্থানান্তর করা হয়েছে। পরবর্তীধাপে আরো ৮টি প্রিজনভ্যানে বন্দীদের তোলা হচ্ছে। কারাগারের মোট ৪০টি প্রিজনভ্যান তাদের স্থানান্তরে কাজ করছে।

এদিকে বন্দী স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কারাগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চাঁনখারপুল, বংশাল, চকবাজার, বেগমবাজারেরসড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। পথচারীদেরকেও এই পথগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
 
এআর/এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।