মতিঝিলে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ, আটক ৩


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

রাজধানীর মতিঝিলে গাড়ি চাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে মতিঝিল বলাকা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বলাকা চত্বর এলাকায় পার্কিং করা প্রাইভেটকারসহ ৫টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় তারা ওই এলাকার বাংলাদেশ বীমা অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি হলুদ ট্যাক্সি ক্যাবে আগুন দেয় এবং পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পরপরই ওই এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল করে।

এ ব্যাপারে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ৩ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জেইউ/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।