লেবাননের কারাগারে পুলিশের অভিযান


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

লেবাননের কারাগারে অভিযান চালিয়েছে পুলিশ। রাজধানী বৈরুতের পূর্বে অবস্থিত রৌমিহ নামের কারাগারটিতে প্রায় ৯ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।

ত্রিপোলির ক্যাফেতে ঘটে যাওয়া পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলার সঙ্গে কারাগারে আটককৃত জঙ্গিদের এক অংশ জড়িত এমন সন্দেহ থেকেই এ অভিযান চালানো হয়। সন্দেহভাজনদের কারাগারের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল কায়দার নুসরা ফ্রন্টের আটককৃতদের মধ্যে কেউ কেউ বোমা হামলার সঙ্গে জড়িত রয়েছে।

তিনি আরও জানান, সন্দেহভাজনরা মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। পুলিশ এখন ব্যবহৃত উপকরণগুলো খুঁজে বের করার চেষ্টা করছে।

উল্লেখ্য, দেশটির সবচেয়ে বড় এ কারাগারের ধারণ ক্ষমতা ১ হাজার ৫`শত হলেও বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৭`শত কয়েদী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।